Home> রাজ্য
Advertisement

দামোদর নদের তীরে পিকনিক করতে গিয়ে রহস্য মৃত্যু শিক্ষকের

দুর্গাপুরে দামোদর নদের তীরে পিকনিক করতে গিয়ে রহস্য মৃত্যু হল এক যুবকের। গতকাল দামোদর তীরে পিকনিক করতে যান দুর্গাপুর তপোবনের বাসিন্দা শুভজিত্‍ ভট্টচার্য। পেশায় তিনি একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক। সূত্রের খবর, বিকেলে খাওয়া দাওয়ার পর নদীতে বাসন ধুতে নামেন শুভজিত্‍। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ নেই।

দামোদর নদের তীরে পিকনিক করতে গিয়ে রহস্য মৃত্যু শিক্ষকের

ওয়েব ডেস্ক: দুর্গাপুরে দামোদর নদের তীরে পিকনিক করতে গিয়ে রহস্য মৃত্যু হল এক যুবকের। গতকাল দামোদর তীরে পিকনিক করতে যান দুর্গাপুর তপোবনের বাসিন্দা শুভজিত্‍ ভট্টচার্য। পেশায় তিনি একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক। সূত্রের খবর, বিকেলে খাওয়া দাওয়ার পর নদীতে বাসন ধুতে নামেন শুভজিত্‍। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ নেই।

আরও পড়ুন ভাঙড়ের পর জমি বিতর্কে উত্তপ্ত বীরভূমের শিবপুর

তন্নতন্ন করে খোঁজা শুরু করে পুলিস। কিন্তু কাল খুঁজে পাওয়া যায়নি তাঁকে। অবশেষে আজ সকালে দামোদরের তীরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। কী কারণে মৃত্যু, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিস। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো পাঠানো হয়েছে।

আরও পড়ুন  মালদায় আক্রান্ত হলেন এক তৃণমূল সমর্থকের মা ও স্ত্রী

Read More