Home> রাজ্য
Advertisement

তিন যুবকের বুদ্ধিতে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল বর্ধমান-বারহাড়োয়া লোকাল

৩ যুবকের উপস্থিতবুদ্ধিতে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল বর্ধমান-বারহাড়োয়া লোকাল। না হলে বছরের শুরুর দুইদিনের মধ্যেই ফের হয়ে যেতে পারতো বড়সড় রেল দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে সোমবার সকালেই। আজ সকালে বোলপুর ও প্রান্তিক স্টেশনের মাঝে লাইনে ফাটল দেখতে পান স্থানীয় মানুষ। ততক্ষণে ওই লাইন দিয়ে ট্রেন যাওয়ার সময় হয়ে গিয়েছে।

তিন যুবকের বুদ্ধিতে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল বর্ধমান-বারহাড়োয়া লোকাল

ওয়েব ডেস্ক: ৩ যুবকের উপস্থিতবুদ্ধিতে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল বর্ধমান-বারহাড়োয়া লোকাল। না হলে বছরের শুরুর দুইদিনের মধ্যেই ফের হয়ে যেতে পারতো বড়সড় রেল দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে সোমবার সকালেই। আজ সকালে বোলপুর ও প্রান্তিক স্টেশনের মাঝে লাইনে ফাটল দেখতে পান স্থানীয় মানুষ। ততক্ষণে ওই লাইন দিয়ে ট্রেন যাওয়ার সময় হয়ে গিয়েছে।

আরও পড়ুন প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় রায়গঞ্জে আটক করা হল চিতাবাঘ

বুদ্ধি করে তড়িঘড়ি লাল কাপড় নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন এঁদের মধ্যে তিন যুবক। লাল কাপড় দেখে দাঁড়িয়ে পড়ে ট্রেন। এরপরই খবর যায় রেল দফতরে। পরে ফাটল সারায় রেল দফতরের কর্মীরা।

আরও পড়ুন দক্ষিণেশ্বর, কাশীপুর, কামারপুকুর, বছরের প্রথম দিন পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়

Read More