Home> রাজ্য
Advertisement

কৃষ্ণগঞ্জে ব্যবধান বাড়লেও শতাংশের বিচারে ভোট কমল তৃণমূলের

কৃষ্ণগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষিত হল। তৃণমূল কংগ্রেস জয়ী হলেও উল্লেখ্যযোগ্য বিষয় হল বামেদের টপকে দ্বিতীয় স্থানে উঠে এল বিজেপি।

কৃষ্ণগঞ্জে ব্যবধান বাড়লেও শতাংশের বিচারে ভোট কমল তৃণমূলের

ওয়েব ডেস্ক: কৃষ্ণগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষিত হল। তৃণমূল কংগ্রেস জয়ী হলেও উল্লেখ্যযোগ্য বিষয় হল বামেদের টপকে দ্বিতীয় স্থানে উঠে এল বিজেপি।


২০১৫ বিধানসভা উপনির্বাচনের ফলাফল
তৃণমূল- ৯৫, ৪৬৯ (৪৭.৮৪%)
বিজেপি- ৫৮, ৪৩৬ (২৯.২৮%)
বামফ্রন্ট- ৩৭৬২০ (১৮.৮৫%)
কংগ্রেস- ৪৮১৭ (২.৪১%)
ফলাফল-তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিত্‍ বিশ্বাস জয়ী ৩৭ হাজার ৩৩ টি ভোটে
মন্তব্য-গত লোকসভা ভোটে ফলাফলের নিরিখে শতাংশের বিচারে তৃণমূলের ভোট কিছুটা কমলেও জয় সহজেই এল। বামেদের ভোটে ব্যাপক ধস। বিজেপি-র ভোট বাড়লেও দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হল। যদিও গত বিধানসভা ভোটের নিরিখে তৃণমূলের ব্যবধান বেড়েছে।

২০১৪ লোকসভা নির্বাচনে বিধানসভাভিত্তিক ফলাফলের নিরিখে এই আসনের ফলাফল ছিল-

তৃণমূল- ৯৭,৭৭৪ (৪৯.০৩%)
বামফ্রন্ট- ৬১,০৬৪ (৩০.৬২%)
বিজেপি- ২৯,০১২ (১৪.৫৫%)
কংগ্রেস- ৬,৭৬০ (৩.৩৯%)


২০১১ বিধানসভা নির্বাচনের ফলাফল

তৃণমূল- ৯৬,৫৫০ (৫২.১৭%)
বামফ্রন্ট- ৭৫,৬১৬ (৪০.৮৬%)
বিজেপি- ৫,৭১৮ (৩.০৯%)

 

Read More