Home> রাজ্য
Advertisement

অগ্নিদগ্ধ অবস্থায় মৃত তৃণমূল নেতা খুনের মামলার মূল সাক্ষী

লড়াই-এ শেষরক্ষা আর হলো না। অগ্নিদগ্ধ অবস্থায় প্রাণ গেল তাপসী হালদারের। মালদার বৈষ্ণবনগরের তৃণমূল নেতা স্বপন হালদারের স্ত্রীকে অগ্নিদগ্ধ অবস্থায় সোমবার রাত্রে উদ্ধার করেন গ্রামবাসীরা, মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্‍সকরা মৃত ঘোষণা করেন।

অগ্নিদগ্ধ অবস্থায় মৃত তৃণমূল নেতা খুনের মামলার মূল সাক্ষী

ওয়েব ডেস্ক: লড়াই-এ শেষরক্ষা আর হলো না। অগ্নিদগ্ধ অবস্থায় প্রাণ গেল তাপসী হালদারের। মালদার বৈষ্ণবনগরের তৃণমূল নেতা স্বপন হালদারের স্ত্রীকে অগ্নিদগ্ধ অবস্থায় সোমবার রাত্রে উদ্ধার করেন গ্রামবাসীরা, মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্‍সকরা মৃত ঘোষণা করেন।

পঞ্চায়েত নির্বাচনের পরে ২০১৩ সালে খুন হন তৃণমূল নেতা স্বপন হালদার। ৭দিন পরেই খুন হন স্বপন হালদারের ভাই সনাতন হালদার। ২টি খুনের জন্য এলাকার তত্‍কালীন কংগ্রেস নেতা সুনীল হালদার সহ ৭জনের বিরুদ্ধে অভিযোগ হয়। মামলায় মূল সাক্ষী ছিলেন তাপসী হালদার। এবার তাপসী হালদারের মৃত্যু হল অগ্নিদগ্ধ অবস্থায়। তাপসী হালদারকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বপন ও সনাতন হালদারের ছোট ভাই জয়দেব হালদার। এক্ষেত্রেও অভিযোগ সেই সুনীল হালদারের বিরুদ্ধেই।

Read More