Home> রাজ্য
Advertisement

আজ যেসব কেন্দ্রে ভোট

রাত পোহালেই রাজ্যে শুরু হবে পঞ্চম দফার ভোটে। শনিবার তিনটি জেলার মোট ৫৩টি কেন্দ্রে ভোট রয়েছে। দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, কলকাতা (দক্ষিণ কলকাতা)। এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন কেন্দ্রে ভোট হতে চলেছে আগামীকাল।

আজ যেসব কেন্দ্রে ভোট

ওয়েব ডেস্ক: রাত পোহালেই রাজ্যে শুরু হবে পঞ্চম দফার ভোটে। শনিবার তিনটি জেলার মোট ৫৩টি কেন্দ্রে ভোট রয়েছে। দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, কলকাতা (দক্ষিণ কলকাতা)। এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন কেন্দ্রে ভোট হতে চলেছে আগামীকাল।

হুগলি (১৮):- উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বালাগড়,পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা, জাঙ্গীপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।

কলকাতা দক্ষিণ (৪):- কলকাতা পোর্ট, রাসবিহারী, বালিগঞ্জ, ভবানীপুর

দক্ষিণ ২৪ পরগণা (৩১):- গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ডহারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াব্রুজ

 

Read More