Home> রাজ্য
Advertisement

চাঁদা না দেওয়ায় মারধর করা হল টোটো চালককে

চাঁদা না দেওয়ায় মারধর করা হল এক টোটো চালককে। আজ ঘটনাটি ঘটেছে হাওড়ার রামরাজাতলা এলাকায়। অভিযোগ, পঞ্চাননতলায় গাড়ি থামিয়ে দুশো টাকা চাঁদা চান স্থানীয় একটি ক্লাবের সদস্যরা। অভিযোগ, চাঁদা দিতে অস্বীকার করায় মারধর করা হয় টোটোর চালক মন্টু সেনাপতিকে।

চাঁদা না দেওয়ায় মারধর করা হল টোটো চালককে

হাওড়া: চাঁদা না দেওয়ায় মারধর করা হল এক টোটো চালককে। আজ ঘটনাটি ঘটেছে হাওড়ার রামরাজাতলা এলাকায়। অভিযোগ, পঞ্চাননতলায় গাড়ি থামিয়ে দুশো টাকা চাঁদা চান স্থানীয় একটি ক্লাবের সদস্যরা। অভিযোগ, চাঁদা দিতে অস্বীকার করায় মারধর করা হয় টোটোর চালক মন্টু সেনাপতিকে।

আশঙ্কাজনক অবস্থায় ক্যান্সার আক্রান্ত মন্টু সেনাপতিকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে হাওড়ার বেশ কিছু জায়গায় টোটো চলাচল বন্ধ রেখেছেন টোটোর চালকরা। পাঁচ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, তোলাবাজি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে চ্যাটার্জিঘাট থানার পুলিস। ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিস পিকেট। টোটোর চালকরা আজ দেখা করেন মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে।

Read More