Home> রাজ্য
Advertisement

অবিলম্বে বেআইনি টোটো, ভ্যানো বন্ধে উচ্চপর্যায়ের কমিটি গড়ল হাইকোর্ট

অবিলম্বে বেআইনি টোটো, ভ্যানো বন্ধে উচ্চপর্যায়ের কমিটি গড়ল হাইকোর্ট। বেআইনি টোটো-ভ্যানো ইস্যুতে গতকাল রাজ্যকে তুলোধনা করে আদালত। আর্থ সামাজিক কারণে টোটো-ভ্যানো বন্ধ করা যায়নি, রাজ্যের এই যুক্তিতে বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি। পরিবহণ সচিবকে শুনতে হয়, এভাবেই যদি বেআইনিকে আইনি করতে হয়, তাহলে তো আদালতকে চুরি-ডাকাতিকেও বৈধতা দিতে হবে! কিন্তু টোটো ও ভ্যানো বন্ধ হলে , বিকল্প পরিবহণ ব্যবস্থা কী হবে, তা নিয়ে ধন্দ থেকেই যাচ্ছে।টোটো, ভ্যানো বন্ধ হয়ে গেলে এরসঙ্গে জড়িত মানুষদের  জীবিকা কী হবে তা নিয়েও উঠছে প্রশ্ন।

অবিলম্বে বেআইনি টোটো, ভ্যানো বন্ধে উচ্চপর্যায়ের কমিটি গড়ল হাইকোর্ট

ওয়েব ডেস্ক: অবিলম্বে বেআইনি টোটো, ভ্যানো বন্ধে উচ্চপর্যায়ের কমিটি গড়ল হাইকোর্ট। বেআইনি টোটো-ভ্যানো ইস্যুতে গতকাল রাজ্যকে তুলোধনা করে আদালত। আর্থ সামাজিক কারণে টোটো-ভ্যানো বন্ধ করা যায়নি, রাজ্যের এই যুক্তিতে বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি। পরিবহণ সচিবকে শুনতে হয়, এভাবেই যদি বেআইনিকে আইনি করতে হয়, তাহলে তো আদালতকে চুরি-ডাকাতিকেও বৈধতা দিতে হবে! কিন্তু টোটো ও ভ্যানো বন্ধ হলে , বিকল্প পরিবহণ ব্যবস্থা কী হবে, তা নিয়ে ধন্দ থেকেই যাচ্ছে।টোটো, ভ্যানো বন্ধ হয়ে গেলে এরসঙ্গে জড়িত মানুষদের  জীবিকা কী হবে তা নিয়েও উঠছে প্রশ্ন।

Read More