ওয়েব ডেস্ক: বহরমপুরের এফএউসি মাঠ ঘিরে দড়ি টানাটানি যুযুধান দুই পক্ষের।
রাজ্যে নৈরাজ্য, পুলিসি নিষ্ক্রিয়তাসহ একাধিক অভিযোগে ১৬ নভেম্বর এফইউসি মাঠেই জনসভা এবং ডেপুটেশনের ডাক দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অন্যদিকে ওই মাঠেই আগামী ১৬ থেকে ১৮ তারিখ সরকারি কর্মসূচী রয়েছে।
স্বাভাবিক ভাবেই মাঠে সভা করার অনুমতি পাননি অধীর চৌধুরী। এই ঘটনায় চক্রান্তের অভিযোগ করেছেন অধীর। যদিও অনুমতি না পেলেও এখনও ওই মাঠেই সভা করার ব্যাপারে অনড় তিনি। ইতিমধ্যেই শহর জুড়ে সভার সমর্থনে শুরু হয়েছে পথসভাও। সরকারি অনুষ্ঠানের জন্য মাঠে সমস্ত আয়োজন সেরে ফেলেছে প্রশাসন।