ওয়েব ডেস্ক: সমাজবিরোধী গোষ্ঠীর লড়াইয়ে মৃত্যু হল দুজনের। মুর্শিদাবাদের হরিহরপাড়ার কলাবাগানে গত রাত থেকে শুরু হয় ব্যাপক বোমাবাজি। বোমাবাজিতে মৃত্যু হয় রহমত আলি নামে এক ব্যক্তির। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা জানাচ্ছেন বোমাবাজি, খুন এই এলাকায় নতুন কিছু নয়।
আরও পড়ুন জেনেই হোক অথবা না জেনেই, নীল আলো শহরে বসানোর জন্য ধন্যবাদ দিতে চাই মুখ্যমন্ত্রীকে
প্রায়ই এমন ঘটনা ঘটে থাকে। ছোট কারণ অথবা বড় কারণ, বোমা ফাটাতে সময় লাগে না এখানে। গত মাসেই রহমত আলির বিরুদ্ধ গোষ্ঠীর একজন খুন হয়। পুলিস নিষ্ক্রিয়তার অভিযোগে দেহ আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে দেহ উদ্ধার করে পুলিস।
আরও পড়ুন শ্রী লেখা এবং আঁকা