Home> রাজ্য
Advertisement

আজ সকালে আরও দু'জনের মৃত্যু এনসেফ্যালাইটিসে, মৃত্যু বেড়ে ১২৮

কোচবিহার: উত্তরবঙ্গে এনসেফ্যালাইটিসে মৃত্যু হল আরও দুজনের।

আজ সকালে আরও দু'জনের মৃত্যু এনসেফ্যালাইটিসে, মৃত্যু বেড়ে ১২৮

কোচবিহার: উত্তরবঙ্গে এনসেফ্যালাইটিসে মৃত্যু হল আরও দুজনের। আজ সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হয় ১৩ বছরের এক কিশোরীর। মৃত রহিমা খাতুনের বাড়ি কোচবিহারে। আরও এক তরুণীরও মৃত্যুর খবর মিলেছে। সরোজিনী ওঁড়াও নামে আঠাশ বছরের ওই তরুণী জলপাইগুড়ির নাগরাকাটার বাসিন্দা।

সকাল ৯.১০টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এনিয়ে রাজ্যে এনসেফ্যালাইটিসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৮। যার মধ্যে শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালেই অষ্টআশি জনের মৃত্যু হয়েছে।

উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে রোগীদের এই হাসপাতালে রেফার করে দেওয়া হচ্ছে। এমুহুর্তে এনসেফ্যালাইটিসে আক্রান্তদের ভিড়ে ঠাসা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। পরিশ্রুত পানীয় জল থেকে ওষুধপত্র, কোনওকিছুই ঠিকমতো পাওয়া যাচ্ছে না বলে রোগীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।        

Read More