ওয়েব ডেস্ক : নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেল আকাঙ্খা হত্যাকাণ্ডের নায়ক উদয়ন দাস। বাঁকুড়া আদালতে বিচারকের সামনে আজ নিজেকে নির্দোষ বলে দাবি করল সে। একইসঙ্গে পুলিসের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও এনেছে উদয়ন।
তার দাবি, পুলিস হেফাজতে থাকাকালীন IPS রীতেশ চৌধুরীর নেতৃত্বে তার ওপর অত্যচার চালানো হয়। তাকে জোর করে ১৬৪ ধারায় গোপন জবানবন্দি দিতেও বাধ্য করে পুলিস। উদয়ন এবার জামিনের আর্জি জানাবে বলে জানিয়েছেন তার আইনজীবী। এদিন উদয়নকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
আরও পড়ুন, অনলাইনে অশালীন মন্তব্যের অভিযোগ, গ্রেফতার IT কর্মী