ওয়েব ডেস্ক : গ্রামবাসীদের তত্পরতায় ফের বড় ধরনের রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা। আজ সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ারের মাদারিহাট এলাকায়।
আরও পড়ুন- হিরাখণ্ড এক্সপ্রেসের দুর্ঘটনায় প্রাথমিক তদন্তে নামল এনআইএ
আজ সকালে আলিপুরদুয়ারের হাসিমারা ও মাদারিহাট স্টেশনের মাঝে শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেস চলে যাওয়ার পরই বিকট শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা। ছুটে এসে সেখানে দেখা যায় রেললাইনে ফাটল রয়েছে। প্রায় ২ ইঞ্চি মতো ফাটল দেখা যায় সেখানে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় আটকাতে হবে পরের ট্রেনটি।
আরও পড়ুন- জয়সলমীরের কাছে বেলাইন রানিক্ষেত এক্সপ্রেসের ১০টি কামরা
লাল কাপড় দেখিয়ে অবশেষে আটকানো হয় ওই লাইনে আসা নিউ জলপাইগুড়ি বামনহাট প্যাসেঞ্জার। খবর পেয়ে সেখানে আসেন রেলকর্মীরা। দ্রুত কাজ শুরু হয় সেখানে। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক হয়েছে বলে রেল সূত্রে খবর।