ওয়েব ডেস্ক: স্ত্রীকে শিক্ষা দিতে শ্বশুরবাড়িতে বোমা-বন্দুক নিয়ে হামলা করল জামাই। এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। স্বামীর সঙ্গে ঝগড়ার কারণে বেশ কিছুদিন ধরে হলদিয়ার তেঁতুলবেড়িয়ায় বাপের বাড়িতে থাকতেন স্ত্রী টিংকু মাইতি।
রবিবার রাতে স্ত্রীর সঙ্গে ফোনে কথা কাটাকাটি হয় স্বামী সুরজিত মাইতির। আজ, সোমবার দুপুরে দলবলের সঙ্গে বোমা-বন্দুক নিয়ে শ্বশুরবাড়িতে চড়াও হয় সুরজিত। সেখানে বচসায় জড়িয়ে পড়লে সুরজিতের দলবল শ্বশুরবাড়িতে বোমা মারে বলে অভিযোগ। মারধরে আহত হন রিঙ্কু মাইতি ও তাঁর কাকা। ঘটনার পর থেকে পলাতক সুরজিত্ ও তার সঙ্গীরা। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।