ওয়েব ডেস্ক : রোজ স্ত্রীয়ের ওপর অত্যাচার। গঞ্জনা সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন স্ত্রী। আর তার জেরেই গণপিটুনিতে মৃত্যু হল স্বামীরও। অশোকনগরের মাগুরখালি গ্রামের ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
আরও পড়ুন- আন্দোলনের নামে চিকিত্সাই লাটে আরামবাগে
অভিযোগ, রাতবিরোতে বাড়ি ফিরে নিমাই মণ্ডল রোজ স্ত্রীয়ের ওপর অত্যাচার করত। শ্বশুরবাড়ির সম্পত্তি কব্জা করার জন্য চাপ দেওয়া হয় অর্চনা মণ্ডলকে। গতকাল অশান্তি চরমে ওঠে। তারপরেই অর্চনা মণ্ডল গায়ে আগুন দেন। চিত্কারে ছুটে আসেন প্রতিবেশীরা। শুরু হয় গণপ্রহার। হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিত্সকেরা। ঘটনার তদন্তে নেমেছে অশোকনগর থানা।