Home> রাজ্য
Advertisement

মন্ত্রবলে সাপ হয়ে যুবককে মেরেছে ছাত্রী, ওঝার আদেশে ডাইনি অপবাদে চার মহিলাকে পেটাল গ্রামের মানুষ

ডাইনি সন্দেহে নৃশংসভাবে মারধর করা হল একই পরিবারের চার মহিলাকে।  ঘটনা বীরভূমের বোলপুর থানার বিনোদপুর গ্রামে।

মন্ত্রবলে সাপ হয়ে যুবককে মেরেছে ছাত্রী, ওঝার আদেশে ডাইনি অপবাদে চার মহিলাকে পেটাল গ্রামের মানুষ

ওয়েব ডেস্ক: ডাইনি সন্দেহে নৃশংসভাবে মারধর করা হল একই পরিবারের চার মহিলাকে।  ঘটনা বীরভূমের বোলপুর থানার বিনোদপুর গ্রামে।

 এক আদিবাসী স্কুলছাত্রীর সঙ্গে সম্পর্ক ছিল গণেশ বিশরা নামে গ্রামেরই এক যুবকের। অভিযোগ, সপ্তাহ দুয়েক আগে সাপের কামড়ে গণেশের মৃত্যু হয়। এরপরই ওঝার দ্বারস্থ হয় গ্রামের মাতব্বর, ছেলে ও মেয়ের পরিবারের লোকজন। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দা সেই ওঝা জানিয়ে দেয়, মন্ত্রবলে সাপ হয়ে ওই স্কুল ছাত্রীই ছেলেটিকে মেরে ফেলেছে। ওঝা জানায়, ছাত্রীর পরিবারের চার মহিলা সদস্যই ডাইনি। আজ ওই চার মহিলার ওপর চড়াও হয় গ্রামের মাতব্বর এবং ছেলের বাড়ির লোকজন।  ওই চারজনকে উদ্ধার করে বোলপুর হাসপাতালে ভর্তি করে পুলিস। যদিও এরপর থেকে পুলিসের টিকি দেখা যায়নি। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিস। ঘটনার গুরুত্ব বুঝে তড়িঘড়ি বোলপুর মহকুমা হাসপাতালে পৌছন সিপিআইএমের প্রাক্তন জেলা সভাধিপতি অন্নপূর্ণা মুখোপাধ্যায়। ঘটনার তীব্র নিন্দা করেন তিনি।

Read More