ওয়েব ডেস্ক: লাইসেন্স-পারমিট কিছুই নেই। অথচ পথে রমরমিয়ে টোটো-রাজত্ব। কিসের ভরসায়? আদৌ অনুমতি আছে কি? যদি থাকে, তাহলে কে দিল? প্রশ্ন অনেক। নেই শুধু, সদুত্তর। তিন বছর আগেই বেআইনি টোটো বন্ধের নির্দেশ জারি করেছিল হাইকোর্ট। কিন্তু এরপরও কোনও ব্যবস্থা নেয়নি রাজ্যের পরিবহণ দফতর।
একেই আঁকড়ে রোজগারের স্বপ্ন দেখতে শুরু করেন অনেক বেকার যুবক। তখনও কিছু করেনি সরকার। ব্যাঙের ছাতার মতো বাড়তে থাকে টোটোর সংখ্যা। মাঝেমধ্যে এরাস্তা, ওরাস্তায় ঢোকার নিষেধাজ্ঞাটুকু ছাড়া আর কিছু হয়নি। বেড়েছে টোটো। বড় হয়েছে এদের স্বপ্ন।
শুক্রবার হাইকোর্টের নির্দেশ ঘুম কেড়ে নিয়েছে এমন হাজার হাজার টোটো চালকের। তাঁদের প্রশ্ন,
বেআইনি জেনেও এতদিন কেন বাড়তে দেওয়া হল টোটো? প্রথমে বাড়তে দিয়ে, এখন সম্পূর্ণ ছেঁটে ফেলার চেষ্টা! কে নেবে তাঁদের ভবিষ্যতের দায়? টোটো মালিক, চালক এদের অনেকেরই দাবি, লাইসেন্স বা পারমিটের প্রতিশ্রুতি তাঁরা পেয়েছিলেন। অনেকক্ষেত্রে পুরসভা তাঁদের হাতে তুলে দিয়েছে কাগজপত্রও।