Home> রাজ্য
Advertisement

মদ খাওয়ার প্রতিবাদ করে আক্রান্ত যুবক

মদ খাওয়ার প্রতিবাদ করে আক্রান্ত যুবক। এই ঘটনা কিছুতেই যেন থামছে না। এবারের ঘটনা বারুইপুরের কেমিক্যাল মাঠ দাশ পাড়া এলাকায় । আক্রান্ত যুবক জগদীশ পাঁজা। অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়ির সামনে মদ্যপান করে হৈ হল্লা করছিল এলাকারই যুবক প্রসেন দত্ত ও প্রশান্ত রায়। প্রতিবাদ করতে জগদীশকে মারধর করে ওই দুই যুবক। মাথায় বোতল দিয়ে আঘাত করা হয়।

মদ খাওয়ার প্রতিবাদ করে আক্রান্ত যুবক

ওয়েব ডেস্ক: মদ খাওয়ার প্রতিবাদ করে আক্রান্ত যুবক। এই ঘটনা কিছুতেই যেন থামছে না। এবারের ঘটনা বারুইপুরের কেমিক্যাল মাঠ দাশ পাড়া এলাকায় । আক্রান্ত যুবক জগদীশ পাঁজা। অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়ির সামনে মদ্যপান করে হৈ হল্লা করছিল এলাকারই যুবক প্রসেন দত্ত ও প্রশান্ত রায়। প্রতিবাদ করতে জগদীশকে মারধর করে ওই দুই যুবক। মাথায় বোতল দিয়ে আঘাত করা হয়।

আরও পড়ুন ফের বেপরোয়া বাইক, এবারও মৃত্যু বালির বাদামতলায়

ছেলেকে বাঁচাতে এলে জগদীশের মাকেও অকথ্য গালিগালাজ করে বলে অভিযোগ। প্রতিবাদী যুবক বারুইপুর হাসপাতালে চিকিত্সাধীন। তার চোখে গুরুতর আঘাত লেগেছে। বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। 

আরও পড়ুন  কলেজে চূড়ান্ত অব্যবস্থা, পরীক্ষার্থী পরীক্ষা দিল সাইকেল স্ট্যান্ডে

Read More